Wellcome to National Portal
Main Comtent Skiped

আমাদের সেবাসমূহ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অধিদপ্তর কর্তৃক জনগণকে সেবা:

 

লাইসেন্সে ইস্যু: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিম্নবর্ণিত লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করে থাকে-

 

ক্রমিক নং

লাইসেন্স/পারমিট/পাস

১।

মাদকদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজত করণ লাইসেন্স

২।

মাদকদ্রব্য আমদানী/মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর লাইসেন্স

৩।

মাদকদ্রব্য আমদানী/মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর ছাড়পত্র

৪।

মাদকদ্রব্য খুচরা বিক্রয়ের লাইসেন্স

৫।

মাদকদ্রব্য ব্যবহারের পারমিট

৬।

মাদকদ্রব্য বহন পরিবহন পাস

৭।

মদ বিক্রয়/মদ পানের বার লাইসেন্স

৮।

খুচরা মদ বিক্রয়ের অফ লাইসেন্স

পৌর এলাকায়

অন্যান্য এলাকায়

৯।

প্রিকারসর কেমিকেলস্ আমদানী/খুচরা বিক্রয়/ব্যবহারের পারমিট

আমদানী

খুচরা বিক্রয়

ব্যবহার

১০।

এলকোহল উৎপাদন (ডিষ্টিলাড়ী/ব্রিউয়ারী) লাইসেন্স

১১।

মদ্য পানের পারমিট

বিলাতি মদ

দেশী মদ

১২।

বেসরকারী মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র স্থাপনেরলাইসেন্স

১০ বেড পর্যন্ত

১০ বেডের উর্দ্ধে

১৩।

বেসরকারী সংস্থা (NGO)নিবন্ধন

 

ক) উপরোক্ত লাইসেন্স পারমিট পাস প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

খ) আবেদন ফরম অধিদপ্তরের সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কার্য্যালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।

গ) অধিদপ্তরের web site: www.dnc.gov.bdথেকেও ফরম সমূহ download করা যাবে।

ঘ) পূরণকৃত ও দাখিলকৃত আবেদন যাচাই-বাছাইয়ের পর সরেজমিন তদন্তক্রমে উপযুর্ক্ততার ভিত্তিতে আইনের বিধান অনুসারে লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করা হবে।

ঙ) পূরণকৃত ফরম প্রধান কার্যালয়/সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক অফিসে দাখিল করা যাবে।

চ) আবেদন ফরমে উল্লিখিত শর্তাবলী প্রতিপালন ও নির্ধারিত হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে।

ছ) বিভিন্ন প্রকার লাইসেন্স/পারমিটের জন্য বর্তমানে বলবৎ বিধি / আইন অনুযায়ী ফি প্রদান ট্রেজারীর চালানের মাধ্যমে(১-২২৭৩-০০০০-১০০১)কোডে জমা দিয়ে জমার রশীদ আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। নগদ গ্রহণ করা যাবে না।